করোনাভাইরাসের হুমকির মুখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২১ জানুয়ারি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ দিনে মোট ৭১৪৬ যাত্রী এসেছেন।
তবে তাদের মধ্যে ৪৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনাভাইরাস পাওয়া যায়নি।
গত ১৬ দিনে চীনফেরত যাত্রীদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবরেটরিতে ওই ৪৩ জন চীনফেরত যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়।
করোনাভাইরাস নিয়ে দেশে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সরকারের ওই প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিষ্ঠানটি বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। তবে পরিষ্কার থাকা এবং ঘরের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
এদিকে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত আরও ১০ চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এ নিয়ে বিমানবন্দরে পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। ফলে এখন থেকে প্রতি বেলায় কমপক্ষে তিন জন করে চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
কোনো যাত্রীর গায়ে জ্বর ও শরীর খারাপ শুনলেই চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করবেন ও চিকিৎসা দেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে প্রতিদিন ১০ থেকে ১১টি ফ্লাইটে কমপক্ষে ১৬০/১৭০ জন করে যাত্রী আসায় চিকিৎসকদের পক্ষে সব যাত্রীর শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়ে উঠেনি।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইইডিসিআর সূত্র জানিয়েছে, আশকোনা হজ ক্যাম্পে সবাই সুস্থ আছেন। চিকিৎসকেরা ক্যাম্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কুর্মিটোলায় মাথাব্যথা ও জ্বর নিয়ে ভর্তি থাকা দুজনের অবস্থা স্থিতিশীল আছে।
এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে তিনটি পরিবারের আটজন ভর্তি আছেন। তাঁদের পর্যবেক্ষণ এখনো চলছে। তাঁরা সবাই সুস্থ আছেন। গত ২৪ ঘণ্টায় চীন ফেরত ৮৩৭ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে।
করোনাভাইরাস সতর্কতামূলক বার্তায় আইইডিসিআর বলছে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ, মুখ, নাক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া আক্রান্ত ব্যক্তির কাশি হলে শিষ্টাচার পদ্ধতি মেনে চলা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা, মাছ-মাংস রান্নায় সতর্ক থাকা, ঘরের বাইরে বের হলে নাক-মুখ ঢেকে বের হওয়া এবং জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা