আত্মীয়, স্বজন ও দেশের স্বার্থে, উহানসহ চীনের করোনা আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। এ সময় অসুস্থ হলে সে দেশেই চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আসা চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলে ভিসা নেয়ার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া অন অ্যারাইভ্যাল ভিসায় কেউ প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, স্বল্প সময়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটস আমদানি করা হয়েছে। তাছাড়া দেশে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। হাসপাতাল চিকিৎসক নার্স প্রস্তুত। করোনা ভাইরাস দেখা দিলেও ছড়িয়ে যাওয়া রোধে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশের কোথাও চীনা নাগরিক অসুস্থ হলে তা সিভিল সার্জন বা স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে দেশে কেউ আক্রান্ত হলে তাদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া চীন থেকে ফেরত আনা ৩১২ জন বাংলাদেশি নাগরিকদের আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় মাস্ক ব্যবহারের ব্যাপারে তিনি বলেন, সুস্থ ব্যক্তিকে এই মুহূর্তে মাস্ক পড়ার কোন প্রয়োজন নেই।
প্রাণঘাতী এ করোনাভাইরাসে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। একদিনেই মৃত্যু হয়েছে ৭০ জনের।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা