অনলাইন ডেস্ক
এছাড়া, চীনে অনুষ্ঠিত বেল্ট এন্ড রোড ইনিশেয়েটিভ প্রকল্পের দশমবর্ষপূর্তিতে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন তিনি। আজ থেকে শুরু দুই দিনের এই সম্মেলন। চীন আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। সম্মেলনে অংশ নেওয়ার সুবাদে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করবেন পুতিন ও শি। দুই নেতার বৈঠকে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর আগে ২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে সেনা অভিযানের ঠিক আগে চীন সফর করেছিলেন পুতিন। সে সময় তিনি চীন ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বকে ‘সীমাহীন’ বলে আখ্যা দিয়েছিলেন। এর পর থেকে দুই দেশ নিজেদের মধ্যে বিভিন্ন খাতে লেনদেন ও সহযোগিতা বাড়িয়েছে।
২০২২ সালে ইউক্রেনে সেনা অভিযানের পর এটাই রাশিয়ার প্রেসিডেন্টের সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর বাইরে প্রথম বিদেশ সফর। এর আগে গত সপ্তাহে কিরগিজস্তান সফর করেছেন পুতিন। তবে কিরগিজস্তান সাবেক সোভিয়েতভুক্ত দেশ। গত বছরের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। চীন বা কিরগিজস্তান কোনোটিই আইসিসিভুক্ত দেশ নয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা