অনলাইন ডেস্ক
হিমালয় পর্বতের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় গালওয়ান উপত্যকার ওই হাতাহাতি লড়াইয়ে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হওয়ার কথা জানা গেলেও নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানায়নি চীন।
এ পরিস্থিতিতে শনিবার রাতে ‘টিভি নিউজ টোয়েন্টিফোর’কে দেয়া সাক্ষাৎকারে ভারতের সড়ক ও পরিবহনমন্ত্রী ভি. কে. সিং বলেছেন, “আমাদের (ভারতের) দিকে যদি ২০ জন শহীদ হন তবে তাদের (চীনের) দিকে অন্ততপক্ষে দ্বিগুণ হতাহত হয়েছে।”
তবে নিজের এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি ভারতীয় সেনাবাহিনীর এ সাবেক প্রধান। ভারতের সঙ্গে ১৯৬২ সালের লড়াইসহ কোনো যুদ্ধের হতাহতের কথা মেনে না নেওয়ার ইতিহাস চীনের আছে বলে দাবি করেন তিনি।
এর আগে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস চীনের দিকেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।
সহিংস ওই সংঘাতের পর চীনের যেসব সেনারা ভারতীয় ভূখণ্ডে আটকা পড়ে গিয়েছিল ভারতীয় পক্ষ তাদের হস্তান্তর করেছে বলে জানান সিং।
তবে ভি. কে. সিংয়ের এই সাক্ষাৎকারের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু কোনো মন্তব্য করতে রাজি হননি বলে রয়টার্স জানিয়েছে।
শুক্রবার টেলিভিশনে সম্প্রাচারিত এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে আকস্মিক কোনো হামলা ঘটনা ঘটেনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা