অনলাইন ডেস্ক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতিতে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুইঝো প্রদেশের একটি গ্রামের হাইওয়েতে বাসটি উলটে যায়। দুর্ঘটনায় সময় বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি একটি দুর্গম অঞ্চল।
আরোও পড়তে পারেন : যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু