চীনে একটি গ্যাস প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। দেশটির হেনান প্রদেশে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ইমা শহরের হেনান কোল গ্যাস কোম্পানির প্লান্টে এই বিস্ফোরণ হয়।
প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, আহতদের চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জরুরি ব্যবস্থাপনা বিভাগের একটি দল ঘটনাস্থলে গেছে। অসুস্থদের চিকিত্সা দিতে জাতীয় স্বাস্থ্য কমিশনেরও একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : এএফপি, সিনহুয়া
NB:This post is copied from kalerkantho