করোনা ভাইরাসের কারণে আপাতত চীনাদের ভিসা বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে দেশটির নাগরিকদের ভিসা নিয়ে বাংলাদেশে আসার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আগামী মঙ্গলবার তিন দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনা নাগরিকদের জন্য আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকছে। চীনের সঙ্গে কথা বলেই এটা করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের আগামী এক মাস তাদের দেশে ফেরত না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে চীনে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে। সেখানে প্রতিদিনই বাড়ছে এর আক্রান্ত মৃতের সংখ্যা।
বেইজিং জানিয়েছে, ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মারা গেছেন ৪৫ জন। এরই মধ্যে শুধু এই দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।
সম্প্রতি চীন সফর করা বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। চীন সফর করা বিদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে, রাশিয়া, জাপান, পাকিস্তান, ইতালিসহ কয়েকটি দেশের নাগরিকদের চীন ভ্রমণে কড়াকাড়ি আরোপ করা হয়।
এদিকে চীনে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সব সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া গুগল, স্টারবাক এর মতো প্রতিষ্ঠানগুলো একই সিদ্ধান্ত নিয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা