অনলাইন ডেস্ক
লিটন এই যে শুরু করলেন, থেমেছেন ইনিংসের শেষ দিকে ১৭ ওভারের সময়। তার জন্য ম্যাচটি ছিল নিজেকের প্রমাণেরও। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বাদ পড়ে গেলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। বাদ পড়ার পর এসেই করলেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। থেমেছে ৪৪ বলে ৬০ রান করে। ফিফটি করেছিলেন ৩৪ বলে।
ম্যাচ শেষে লিটন জানান, টি-টোয়েন্টিতে ১২০ বলও অনেক সময়। শুধু মানসিকতার পরিবর্তন দরকার। তিনি বলেন, ‘আমার জন্য না, সবার জন্যই বলছি। চিন্তাধারা পরিবর্তন করলে ১২০ বল অনেক সময়। এখন ধীরে ধীরে বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, আপনি যত খেলবেন ততই শিখবেন। আমার মনে হয় এ জায়গায় নিজের খেলা বোঝার চেষ্টা করছি, ভবিষ্যতে যেন টিমকে সহযোগিতা করতে পারি।’
লিটনের মানসিকতা পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে তার পারফরম্যান্সে। বিশ্বকাপ বাজেভাবে কাটলেও তার পরেই যেন তার ব্যাটে ছোটে রানের ফোয়ারা। চার টেস্ট খেলে করেছেন দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তার মধ্যে একটি সেঞ্চুরি নিউ জিল্যান্ডের মাটিতে। এরপর ওয়ানডেতে আফগানদের বিপক্ষেই পেয়েছেন সেঞ্চুরি। এবার টি-টোয়েন্টিতে নেমেই করলেন হাফ সেঞ্চুরি।
যেন মাথা খুলছে লিটনের। তার কথায় সেটির ছাপ ফুটে উঠেছে, ‘সেরা বা এমন কিছু নেই। ভালো চিন্তাধারা আছে, ব্যাটে-বলে ভালো লাগছে, যতটুকু ধরে রাখা যায়। প্রথমে বলতে চাই, অস্বস্তি লাগছিল না। আমার যে ভূমিকা, তাতে কোনোদিন সফল হবেন, কোনোদিন হবেন না। বিশ্বকাপে যেমন ব্যর্থ হয়েছি। ওটা অতীত। এ ম্যাচে সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি।’
টেস্টে লিটন দাস ব্যাটিং করেন ছয়ে, লোয়ার মিডল অর্ডারে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেন ওপেনার হিসেবে। মাঝে মাঝে খেলেছেন অন্য পজিশনেও। যেমন আজ খেলেছেন তিনে। ব্যাটিং পজিশন নিয়ে লিটনের চাওয়া, ‘দেখেন আমি ব্যাটিং পজিশন নিয়ে বিতর্কে বা কিছুতে যেতে চাই না। আমার লক্ষ্য থাকে সুযোগ পেলে টিমকে সাহায্য করা। সেটা যেভাবেই হোক। টিম ম্যানেজমেন্ট যদি বলে এক নম্বরে ব্যাটিং করতে, তো একেই, যদি বলে সাতে, তো সাতে।’
তিনি বলে গেলেন, ‘টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে, আমি সাতের প্লেয়ার কি না। তারা মনে করেছে আমাকে এক নম্বর থেকে তিনে খেলালে ভালো হবে, আমি চেষ্টা করেছি খেলার জন্য। আমার কোনো কিছু বলার নেই।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা