অনলাইন ডেস্ক
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতির কাছ থেকে আমরা এখনো কোনো চিঠি পাইনি। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল, নির্বাচন নিয়ে আমরা কোনো আলোচনা করবো না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সুতরাং, আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নিইনি।’
তবে এদিকে বিএনপি নেতারা প্রকাশ্যে বলে আসছেন, তারা রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেবেন না। সোমবার বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংলাপকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন। রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্রপতির সংলাপ ফেল্কিবাজি।’ সোমবার প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানায়। তবে সময় সংক্ষিপ্ততার কারণে তা সম্ভব না হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ইসি গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।
সংলাপ প্রসঙ্গে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে জানায়, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। সময় স্বল্পতার কারণে আইন প্রণয়ন সম্ভব না হলে এ ব্যাপারে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির প্রস্তাব করা হয়েছে। এছাড়া সবার কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে জাপা। সার্চ কমিটির জন্য পাঁচ সদস্যের নামও প্রস্তাব করে দলটি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা