অনলাইন ডেস্ক
বর্তমানে তিনি মিরপুরের বাসায় আছেন বলে জানিয়েছেন একাধিক ঘনিষ্ঠ সূত্র। এন্ড্রু কিশোরের দেশে ফেরা প্রসঙ্গে তারা জানিয়েছেন, কয়েক দিন হলো তিনি দেশে এসেছেন। তবে শরীরের অবস্থা এখন খুব একটা ভালো নয়। ডাক্তারের কড়া নির্দেশ কোলাহলমুক্ত থাকতে হবে। সেই নির্দেশনায়ই মেনে চলছেন এই শিল্পী।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য গেল বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার (নন-হজকিন লিম্ফোমা) ধরা পড়ে। সিঙ্গাপুরের চিকিৎসক লিম সুন থাইয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। বিভিন্ন ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয় এই শিল্পীকে।
১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু। আর ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতীজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর। পেয়েছেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা