অনলাইন ডেস্ক
এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, আগমী ১৪ অক্টোবর মাঠে গড়াচ্ছে সংক্ষিপ্ত আসরের বিশ্ব আসর। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
আমিরাতের তিনটি ও ওমানের একটি ভেন্যুতে চলবে খেলাগুলো। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডের নাম ঘোষণা করেছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি। আইসিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি ওমানেও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ বসবে।
মূল পর্ব নিশ্চিত করতে আট দল দুই দলে ভাগ হয়ে দুই দেশে খেলবে। ওই আটের মধ্যে থেকে চারটি দল টুর্নামেন্টের ‘সুপার ১২’ রাউন্ডে খেলবে।
মূল পর্বে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও ভারত আগে থেকেই জায়গা করে নিয়েছে।
অন্যদিকে প্রথম পর্বে ২টি গ্রুপ ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে নেদারল্যান্ড, স্কটল্যান্ড ও নামিবিয়া। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওমান। দুই গ্রুপের সেরা চারটি দল যাবে মূল পর্বে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা