উইমেন’স অর্ডিনেশন ওয়ার্ল্ডওয়াইড (ওয়াও) গ্রুপের অ্যাকটিভিস্টরা নারী যাজক অনুমোদনের দাবি জানিয়েছে। এই সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, বিশ্বজুড়ে যে যাজক সংকট চলছে নারীদের নিয়োগ দিলে এই সংকট আর থাকবে না।
খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীদের মতে, ক্যাথলিক রীতি অনুযায়ী নারীরা চার্চের যাজক হিসেবে নিয়োগ পান না। তবে এখন সময় এসেছে এই নিয়ম বদলাবার।
সম্প্রতি অ্যামাজন এলাকায় যাজক সংকট মেটাতে বিবাহিত পুরুষদের চার্চে নিয়োগ দেওয়ার অনুমতি দেওয়ার পর ওয়াও এর সদস্যরা বিক্ষোভ করেছে। অ্যাকটিভিস্টদের যুক্তি হলো নারী যাজক নিয়োগ দেওয়া হলে যাজক সংকট সমাধান হবে।
গত কয়েক দশক ধরে যাজক সংকটে পড়েছে বিভিন্ন দেশের চার্চ। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায় এই সংকট প্রবল। সদস্য সংখ্যার কমে যাওয়ার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগও এই সংকটে ভূমিকা রেখেছে। কোনও কোনও ক্ষেত্রে সাব-সাহারা আফ্রিকা ও এশিয়া থেকে যাজক সরিয়ে নিয়ে সংকট পুরণ করা হচ্ছে।
ওয়াও-এর রোম ভিত্তিক প্রতিনিধি কেট ম্যাকএলি বলেন, নারীর ক্ষমতায়ন চার্চ রক্ষা করতে পারে। আমরা সমতার কথা বলছি আর এর মধ্যে যাজক হিসেবে নিয়োগ পাওয়ার কথাও রয়েছে।
ওয়াও-এর যুক্তরাজ্য ইউনিট প্রধান মিরিয়াম দুইগনান বলেন, এটা কেবল প্রত্যেক রবিবার প্রার্থনা করার বিষয় নয়। নারীদের পাশ কাটিয়ে রাখার বিষয়ও।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা