অনলাইন ডেস্ক
শীতের সকালে খেঁজুরের কাঁচা রস আর রসের পায়েস এ যেন এক মধুর আয়োজন। গ্রামে-গঞ্জে এখনও এর দেখা মিললেও শহুরে জীবনে যা অনেকটাই বিরল। শহুরে বিবর্তনে হারিয়ে যেতে বসা আমাদের সংস্কৃতি, লোকাচার ও জীবনবোধের অনেক অনুষঙ্গকে বাঁচিয়ে রাখতে গেলো কয়েকবছর ধরে রস উৎসবের আয়োজন করে আসছে ‘রঙ্গে ভরা বঙ্গ’ নামে একটি সংগঠন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় এই উৎসবের। আমন্ত্রিত অতিথি ছাড়াও কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। খেঁজুরের রস ও গুড়সমেত খই-মুড়ির আয়োজন ছিল উৎসবে। কুয়াশামাখা সকালটা বেশ আনন্দেই কেটেছে রসপ্রেমী নগরবাসীর। ১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। যান্ত্রিকতার নগরীতে এমন আয়োজনে মুগ্ধ প্রতিমন্ত্রী।
সংগঠনের সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোক সঙ্গীত পরিবেশনায় টাঙ্গাইলের ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা-১৪২৯ প্রদান করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা