চারদিন বন্ধ থাকার পর খুলনায় বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব সড়কে বাস চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে দূরপাল্লার পরিবহনগুলো ছেড়ে যায়।
বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই খুলনা নগরের সোনাডাঙ্গার আন্তজেলা বাস টার্মিনালে বিভিন্ন সড়কের যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়।
খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বাস চালক ও পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করার পর বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে গেছে। শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লাসহ সকল রুটে বাস যথারীতি বাস চলাচল করবে।
খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, আমরা কখনোই বাস বন্ধ করতে বলিনি। কিন্তু চালকরা তা শোনেননি। বুধবার দিবাগত রাতে ঢাকায় বৈঠক হয়েছে। তাতেও কোন সুরাহা হয়নি। বৃহস্পতিবার দুপুরেও আলোচনা হয়েছে। এরপর সন্ধ্যায় বাস চালু করার কথা বলা হয়েছে।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত সোমবার (১৮ নভেম্বর) থেকে পরিবহন ধর্মঘট শুরু করেন বাস চালক ও শ্রমিকরা। দেশের বিভিন্ন জেলার সঙ্গে খুলনা থেকে কোন বাস চলাচল করেনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা