৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সােমবার (১৬ মার্চ) ২৩/২ তোপখানা রোডস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, চারণ সংগঠক জাকির হোসেন, বিপুল কুমার দাস, প্রদীপ সরকার।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশে আজ স্বৈরতান্ত্রিক শাসন চলছে। গণতন্ত্র নির্বাসিত। বিরোধী মত-পথ গায়ের জোরে দমন করছে। শোষণমূলক পুঁজিবাদী সমাজের প্রবল ভোগবাদী অপসংস্কৃতির জোয়ার চলছে। দেশের পরিচিত কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী-সংস্কৃতিসেবিরা বর্তমান সরকারের স্বৈরশাসনের নিকট আত্মসমর্পণ করেছে। এমতাবস্থায় শোষণমূলক সমাজের পরিবর্তন ও অন্যায় জবরদস্তির শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন।
সেই সাংস্কৃতিক জাগরণ ঘটানোর জন্য সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রামের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য চারণ সাংস্কৃতিক কেন্দ্র জন্মলগ্ন থেকেই অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনা সভায় বক্তারা এই সংগ্রামে সকল সাংস্কৃতিক-রাজনৈতিক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা