চারণ সাংস্কৃতিক কেন্দ্র’র সংগঠক প্রিয়াংকা রায়ের পরিবারের ৫ সদস্যের মর্মান্তিক মৃত্যু , নেতৃবৃন্দের শোক
চারণ সংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার শাখার সংগঠক প্রিয়াংকা রায়ের পিতাসহ ৫ সদস্যদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জানুয়ারি মৌলভীবাজার শহরে সেন্ট্রাল রোডের নিজেদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারণ সংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার শাখার সংগঠক প্রিয়াংকা রায় এর পিতা সুভাষ রায় (৬৫), মেজো বোন প্রিয়া রায় (১৯), মাসি দিপ্তী রায় (৪৮), মামী দিপা রায় (৩৫) ও মামাতো বোন বৈশাখী রায় (৩) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২৭ জানুয়ারি রাতে ছিল প্রিয়াংকা রায় এর বৌভাত। প্রিয়াংকার মামী দিপা রায় ও তার মেয়ে বৈশাখী রায় বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে এসেছিলেন। বৌভাতের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় সকাল ১০টায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন বাসার সবাই গভীর ঘুমে ছিলেন। এ কারণে আগুন লাগার পরও তারা টের পাননি। আগুন লাগার পর বাসার অন্যান্য সদস্যদের মতো দিপা রায়ও ছেলেমেয়েদের নিয়ে ওই বাসায় আটকা পড়েন। প্রাণ বাঁচাতে আরও অনেকের সাথে তার ছেলে বাসার বাইরে বেরিয়ে আসতে পারলেও ছোট মেয়ে বৈশাখীকে নিয়ে বের হতে পারেন নি মামী দিপা রায়। ফলে অন্য ৩ জনের সাথে মারা যান তারাও।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা