অনলাইন ডেস্ক
হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। চলমান সফরের আগে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিল টেস্ট স্কোয়াডের প্রায় সব সদস্য। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক মনে করেন সংক্ষিপ্ত ফরম্যাট খেলে আসলেও সাদা পোশাকে মাঠে নামার আগে প্রস্তুতি বেশ ভালোই হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মুমিনুল। জিম্বাবুয়ের কাছে হারলে অনেক কথা হবে। সমালোচনার মুখে পড়তে হবে, সেটা তার মাথায়ও আছে। টাইগার টেস্ট অধিনায়ক বলেন, ‘যে কথাটা বললেন, এটা আমিও ভাবি।’
কিন্তু অধিনায়ক মুমিনুল পরের অংশটার জবাব দিয়েছেন বেশ আস্থা ও কৌশলে। তার কথা, ‘জিম্বাবুয়ের বিপক্ষেই শুধু নয়, বিদেশের মাটিতে যে কোনো দলের সাথে টেস্ট খেলতে হলে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের তিন শাখায় সমান ফোকাস থাকতে হয়। সেই সাথে টিমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। এ দিকটায় ভালো করলে আশা করি টেস্ট ম্যাচটা জিততে পারবো।’
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। জিম্বাবুয়ের বিপক্ষে দলের সঙ্গে রয়েছেন তিনি। তাই অধিনায়কও নির্ভার।‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশনটা খুব সহজ হয়। তখন একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।
’দলের মূল অস্ত্র সাকিব ফিরলেও তামিম ইকবালকে একাদশে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে অনুশীলন আছে। কাল পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তিনি আমার ও বাংলাদেশ দলের জন্য অতি গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এ কারণে তার ইনজুরিটার ব্যাপারে আমরা সময় নিয়ে দেখছি।’
টাইগার ক্যাপ্টেনের অনুভব ও বিশ্বাস, চাপমুক্ত হয়ে তিন ডিপার্টমেন্টেই টিম পারফরম্যান্স দেখাতে পারলে তার দলই হাসবে শেষ হাসি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা