মুন্সীগঞ্জ প্রতিনি
আজ শুক্রবার(০১ মে)ষষ্ঠ দিনের মতো সকালে ফেরিগুলিতে গাড়ির তুলনায় লোক সংখ্যাই ছিলো বেশী। প্রতিদিনই দক্ষিণবঙ্গের হাজার হাজার শ্রমজীবী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজিপুরসহ দেশের বিভিন্ন জেলায় খুলে দেয়া ফেক্টরী, কলকারখানা জীবীকার তাগিদে শ্রমজীবী নিজেরা ও পরিবার-পরিজন নিয়ে ছোটছেন। পরিবহন চলাচল বন্ধ থাকায় শিমুরিয়া ঘাট থেকে ছোট ছোট গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি দিয়ে ও অনেকে অনেকটা পথ হেঁটে চলায় ভোগান্তিতে পড়েছেন এসব কর্মজীবী মানুষরা। তবে বেলা বাড়ার সাথে সাথে কমছে লোক সংখ্যা।
শিমুলিয়া ঘাট দিয়ে যাওয়ার একাধিক শ্রমীক জানান, সরকার থেকে বলেছে এখন চাকুরীতে না গেলেও চাকুরী থাকবে। কিন্তু আমাদের ফেক্টুরী থেকে বলছে এখন চাকুরীতে আসলে চাকুরী থাকবে কিনা তা পরে সিদ্ধানে জানাবে। তাই চাকুরী হারানোর ভয়ে চাকুরী বাঁচাতেই মূলত কষ্ট হলেও আমরা যাচ্ছি। আর আমাদের ৬০ ভাগ বেতন পাবকিনা তাও আমরা নিশ্চিত নই।
বিআইডবিøউটিসি (শিমুলিয়া ঘাট) সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র জানান, ষষ্ঠ দিনের মতো আজকেও ফেরি গুলিতে প্রচুর লোক ছিলো। এদের বেশিরভাগই কলকারখানার শ্রমিক বলে দেখে মনে হওয়েছে। আজকে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। প্রতিটি ফেরিতে প্রায় ৪শ থেকে ৫ শতাধিক লোক ছিলো। তবে গাড়ির সংখ্যা কম।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা