অনলাইন ডেস্ক
বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বুধবার রাত ৯টায় ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে গেটের দুই পাশে। কেউ আবার মোবাইল ফোনে যোগাযোগ করছেন নিজেদের অবস্থান শক্ত রাখার জন্য। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মীরা। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।এহসানুল হক নামে একজন শিবিরকর্মী বলেন, আমরা সারা দিন ভোটে অংশ নিয়েছি শান্তিপূর্ণভাবে। কিন্তু এখন কিছু পক্ষ ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে বলে খবর পাচ্ছি। তাই আমরা মাঠে আছি, যেন কোনো অনিয়ম না হয়। আমাদের দাবি শুধু স্বচ্ছ ও নিরপেক্ষ ফলাফল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা