অনলাইন ডেস্ক
এর আগে গত অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দলটি। সেমিফাইনালের আগেই বিদায় নেয় ক্যারিবীয়রা।
সাম্প্রতিক সময়ে দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারাচ্ছেন উইন্ডিজের নির্বাচকরা। বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ ৩১ ডিসেম্বর।
জিমি অ্যাডামস বলেছেন, ‘রজার হার্পার ও মাইলস বেসকম্বের চুক্তি নবায়ন হচ্ছে না। উইন্ডিজ ক্রিকেট নতুন নির্বাচক নিয়োগ দেবে।’
দুই নির্বাচক বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। নিজের ব্যর্থতা মেনে নিয়ে সাবেক স্পিনার ও নির্বাচক রজার হার্পার বলেছেন, ‘আমি কৃতজ্ঞ ক্রিকেট উইন্ডিজের কাছে এত বড় সুযোগ দেয়ার জন্য। আমি আশা করি আগামীতে অনেক বড় সাফল্য পাবে নতুন নির্বাচকদের তত্ত্বাবধানে।’
আসছে বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে একটি টি-টোয়েন্টি ম্য্যাচও যুক্ত করা হয়েছে। এই টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিস গেইল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা