অনলাইন ডেস্ক
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পানামা সোনমসজিদ স্থলবন্দর মেইন গেইট এলাকা থেকে ভারতীয় ট্রাকের চালকের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম।
আটককৃত ভারতীয় ট্রাক চালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০)।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস থেকে ৫ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা সোনমসজিদ স্থলবন্দর মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। ভারতীয় পাথরবাহী ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দরে পাথর নামিয়ে ভারতে ফেরত যাওয়ার সময় তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচ থেকে ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা টুকরো আকারে ছিল। স্বর্ণ ছাড়াও একটি ভারতীয় গাড়ি জব্দ করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা