অনলাইন ডেস্ক
স্থানীয়রা জানালেন, চার দশক ধরে উপজেলার মনাকষা, দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নে ১০ কিলোমিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। বাঁধ না দিলে এসব ইউনিয়ন এক সময় মানচিত্র থেকে হারিয়ে যাবে।
এভাবেই পদ্মা নদীর গর্ভে বিলিন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একের পর এক এলাকা। সাম্প্রতিক বন্যার পর পদ্মা এমন আগ্রাসী রূপ নিলেও গত চার দশক ধরে বর্ষা মৌসুম শেষে এমন ভয়াবহ রূপ দেখতে হয় উপজেলার নদী তীরবর্তী হাজারো মানুষের।
স্থানীয়রা জানায়, তিন যুগেরও বেশি সময় ধরে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে মনাকষা, দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার ভূখন্ড। ভাঙনে অনেক মানুষ ঘর-বাড়ি হারিয়েছে, ভাঙনের ঝুঁকিতে আছে অনেক জমি। কয়েক দফা ঘর বাড়ি সরাতে সরাতে এখন যাওয়ারও জায়গা নেই অনেকের। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা কাজে আসেনি। এ অবস্থায় টেকসই বাঁধ প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বললেন, এত দীর্ঘ এলাকা জুড়ে বাঁধ নির্মাণ জটিল প্রক্রিয়া। তবে, স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছেন তারা। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে এক সময় এই উপজেলার বড় অংশই নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা