শিশু-কিশোরদের সংগঠন চাঁদের হাটের পূর্ণমিলনী অনুষ্ঠিত। চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এই মিলনমেলায় মিলনমেলায় অংশ নেন রফিকুল হক দাদাভাইসহ চাঁদের হাটের প্রতিষ্ঠালেগ্ন বন্ধু ও শুভাঙ্খাক্ষীরা।
এ সময় ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ নামের একটি বইয়ের সম্মিলিতভাবে মোড়ক উন্মোচন করা হয়। যেখানে স্থান পেয়েছে মিলনমেলার আয়োজক ফরিদুর রেজা সাগর, সাংবাদিক আলীমুজ্জামান হারু, ইমদাদুল হক মিলন, বইটির সম্পাদক লিজি রহমান ও হাসান হাফিজসহ ৬৫জন চাঁদ মনির স্মৃতিবিজড়িত লেখা।
এ মিলনমেলা প্রসঙ্গে রফিকুল হক দাদাভাই কিছু না বললেও তিনি তার বর্তমান পারিবারিক স্ট্যাটার্স তুলে ধরেন।
স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক সাইফুল আলম বলেন, ‘চাঁদের হাটের সাহিত্য পাতা থেকে শুরু করে সাংগঠনিক অবকাঠামো ছিল স্মরণ করার মতো।
চাঁদের হাটকে সারা বিশ্বে টিকে রেখেছেন যে মানুষটি তিনি ফরিদুর রেজা সাগর। এ জন্য পঞ্চাশ বছর পরেও আমরা এক হতে পেরেছি।’
শাহ আলমগীরসহ যেসব চাঁদ মনিবন্ধুরা চিরতরে হারিয়ে গেছে তাদের স্মৃতির স্মরণে বইটি উৎসর্গ করা হয়েছে। সময় প্রকাশ থেকে প্রকাশিত বইটি মুদ্রণ করেছে ইমপ্রেস প্রিন্টিং প্রেস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা