অনলাইন ডেস্ক
সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা হাইওয়ে ইন্টারশেকসনের ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
পরে তাকে স্থানীয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে, চলছে নানান সমলোচনার ঝড়।
তবে ভাঙ্গা থানা পুলিশের ভাষ্য ওই পুলিশ সদস্য স্থানীয় এক তরুণ-তরুণীকে প্রকাশ্যে অশালীন অবস্থায় দেখে তাদের ধমক দেওয়ায় স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হন।
প্রতক্ষ্যদর্শী অটো-গাড়ির কেরানী সুরুজ জানান, ঘটনাস্থলের পাশে তিনি কাজ করছিলেন। তখন দূর থেকে চিৎকার শুনে গিয়ে দেখেন ফ্লাইওভারের ওপরে ২০/২৫ জন লোক মারপিট করছেন। সেখানে পৌঁছে শিমুলকে চিনতে পারেন এবং পরিচয়পত্র চাওয়া হলে কনস্টেবল পরিচয় দেন শিমুল। সেখান থেকে তাকে ভাঙ্গা ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের এএসআই পরিতোষকে খবর দিয়ে তাকে ভাঙ্গা থানায় সোপর্দ করেন।
স্থানীয় অমিত নামের এক ব্যক্তি জানান, আমি মাছের আড়তে কাজ করি। সকালে গোলচত্বরে ঘোরা-ফেরা করছিলাম, আমার বাড়ি কোথায় জানতে চায় শিমুল। আমি পরিচয় দিলে, সে আমার কাছে এক হাজার টাকা চায়। আমি টাকা দিতে রাজি না হওয়ায় সে আমারে ধইরা শুধু-শুধু অনেকগুলো চড় মারে। আমি তার পা ধইরা বলছি, আমারে থানায় নিয়েন না। আমার চিৎকার শুনে একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং শিমুলকে মারধর করেন।’
অভিযুক্ত পুলিশ সদস্য শিমুল জানান, তিনি নরসিংদী জেলার পলাশ থানার বাসিন্দা। তার শশুর বাড়ি ভাঙ্গার হামিরদী গ্রামে। তিনি ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গাড়ির অপেক্ষায় ভাঙ্গা ইন্টারসেকশনে অপেক্ষা করছিলেন এসময় স্থানীয় কিছু লোকের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়।
ভাঙ্গা থানার এসআই মারুফ জানান, শিমুল আরআরএফের একজন পুলিশ সদস্য। তবে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, শিমুল তার শশুর বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ভাঙ্গা ইন্টারসেকশনে গাড়ির অপেক্ষায় ছিলেন। তখন স্থানীয় অমিত মালো ও তার বান্ধবীকে মহাসড়কের পাশে প্রকাশ্যে অশালীন অবস্থায় দেখতে পায় শিমুল। পরে এর প্রতিবাদ করলে স্থানীয়দের রোষানলে পড়েন শিমুল। খবর পেয়ে শিমুলকে থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ তিনি পাননি। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা