অনলাইন ডেস্ক
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল আজ সোমবার (১৬ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন।
ডা. সুজাউদ্দৌলা বলেন, আক্রান্ত হওয়ার অনেক পরই স্বজনরা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। সেই পরিস্থিতিতে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২২৫ জন। এতে সংক্রমণের হার ৩৪ শতাংশ, যা এখনো ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
এদিকে, চাঁদপুরে এ পর্যন্ত ৫০ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে ১৩ হাজারেরও বেশি। আর মারা গেছেন ২২২ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো প্রায় ৬০০।
আজ দুপুরে চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার কথা রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের নিয়ে মতবিনিময় করবেন তিনি।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা