হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মজিবুর রহমান এবং কুলসুম দম্পতি মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঢাকা-চট্টগ্রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন।
একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারজানা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী।
একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারজানা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী বলে তার স্বজনরা জানিয়েছে। সে বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করত।
ফারজানার বড় বোন শামু বেগম (২২) জানান, গত ৬ অক্টোবর খালাত বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সাত সদস্যের সাথে সিলেট যায় ফারজানা।
দুর্ঘটনায় ফারজানা ঘটনাস্থলেই মারা যায় উল্লেখ করে তিনি জানান, তার মা বেবী বেগম ও ভাই ইউসুফ এই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা