অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।’
এদিকে প্রশাসক নিযুক্ত হওয়ার পর খোরশেদ আলম সুজন সাংবাদিকদের বলেন, ‘আমার প্রথম কাজ হবে ভাঙা রাস্তা মেরামত করে মানুষের দুর্ভোগ লাঘব করা। এরপরই আমার নেতা মহিউদ্দিন চৌধুরীর পথ অনুসরণ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জোর প্রচেষ্টা থাকবে।’
সুজন বলেন, ‘এমনিতেই জনগণের বিভিন্ন দুর্ভোগের কথা জানাতে আমি সেবা সংস্থাগুলোতে বারবার গিয়েছি। ফলে চট্টগ্রাম মহানগরীর জনদুর্ভোগ সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো কম সময়ের মধ্যে জনদুর্ভোগ নিরসন করতে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের পাঁচ বছর মেয়াদ আগামীকাল (৫ আগস্ট) শেষ হচ্ছে। ইতোমধ্যে ২৯ মার্চ চসিক নির্বাচনের তারিখ ঘোষণাসহ নির্বাচনী প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও করোনাভাইরাস প্রকোপে সৃষ্ট পরিস্থিতিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ফলে স্থানীয় সরকার আইন অনুযায়ি মেয়রের চেয়ারে বসে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত প্রশাসক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা