অনলাইন ডেস্ক
করোনা রুখতে ভারতজুড়ে লক ডাউন। ২২ মার্চ জনতা কার্ফু’র পর ২৫ মার্চ থেকে লক ডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব। ফলে একধাক্কায় কর্মহীন হয়ে পরেছেন দিন আনা দিন খাওয়া লক্ষ লক্ষ মানুষ।
দেশের এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে তারকা, সবাই নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বলিউড তারকারাও বাড়িয়ে দিয়েছেন হাত।
শাহরুখ খান আর্থিক অনুদানের পাশাপাশি নিজের চারতলা বিলাসবহুল অফিস পুরনিগমের হাতে তুলে দিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য। সেখানে শিশু, মহিলা, বয়স্কদের চিকিৎসা হবে।
এবার চলচ্চিত্র জগতের দৈনিক খেটে খাওয়া মানুষদের সাহায্যে এগিয়ে এলেন শাহেনশাহ।
ভারতে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু
দীর্ঘদিন ধরে শুটিং বন্ধ এবং আগামী আরও কতদিন এমন অবস্থা চলবে তা নিশ্চিত নয়। এই অবস্থায় অনেকেরই দু’বেলা অন্ন সংস্থানের বন্দোবস্ত নেই। সেই সব মানুষদের সাহায্যে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন।
আর তাঁর এই উদ্যোগে সামিল হয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্স। সোনি পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১ লক্ষ দৈনিক মজুরের পরিবারে মাসিক রেশন তুলে দেবেন বিগ বি।
তাঁর এই উগ্যগে সামিল হয়েছে বাকি দুই বাণিজ্যিক সংস্থা। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমেই এই পরিবারগুলির হাতে চাল-ডাল-সহ রেশনের বিভিন্ন প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হবে।
চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এই মজুরদের তালিকা সরবরাহ করবে অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন। তবে শুধুমাত্র প্রয়োজনীয় খাবার নয়, অর্থসাহায্যও করা হবে পরিবারগুলিকে। নিউজ১৮
Like & Share our Facebook Page