অনলাইন ডেস্ক
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া শাহীন শাহ আফ্রিদি দলে ফিরেছেন। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসিম শাহকেও বিশ্বকাপের দলে যোগ করা হয়েছে।
চমক হিসেবে দলে রাখা হয়েছে ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করা শান মাসুদকে। তবে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ফখর জামান ও শাহনেওয়াজ দাহানি।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসমান কাদির।
রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত বিশ্বকাপের গ্রুপপর্বে সব ম্যাচ জিতে দারুণ কিছুরই ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। হারিয়েছিল ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডের মতো দলকে। তবে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। সদ্যসমাপ্ত এশিয়া কাপে প্রথম ম্যাচে হারলেও দাপটের সাথে বাকি ম্যাচগুলো জিতে ফাইনালে ওঠে পাকিস্তান। তবে শ্রীলঙ্কার কাছে শিরোপা হারায় বাবর আজমরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা