অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২০ জুন) রাতে চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক আলাওল হলের প্রাধ্যক্ষ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম, সদস্য সচিব সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম এবং সদস্য হিসেবে রাখা হয়েছে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শাহ নেওয়াজকে।
আরও পড়ুন : সাংবাদিককে মারধরে জড়িতদের স্থায়ী বহিষ্কার করা হবে : চবি উপাচার্য
প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঈদের বন্ধের আগেই আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।
এর আগে সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য দোস্ত মোহাম্মদকে মারধর করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন সম্পাদক খালেদ মাসুদ ও উপ-দপ্তর সম্পাদক আরাফাত রায়হান।
অভিযোগ প্রমাণ হলে জড়িতদের স্থায়ী বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করবে বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা