মোঃ মানোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা পুলিশ আবারো রেঞ্জের সেরা হলেন। আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক-অস্ত্র উদ্ধার, চিহিৃত অপরাধীদের গ্রেফতার কিংবা মানবিক কাজ, সব মিলিয়ে পুলিশের কাজকে বেগবান করতে প্রতি মাসের কর্মতৎপরতা বিশ্লেষণ করে সেরাদের দেয়া হয় পুরস্কার।
তেমনি ভাবে গত ফেব্রুয়ারি মাসের চট্টগ্রাম রেঞ্জের ২৪ টি ক্যাটাগরির ১০টি ক্যাটাগরিতেই সেরা পুরস্কার জিতে নিলেন কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা। আরে এই শ্রেষ্ঠত্বের নেতৃত্বে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
কুমিল্লা জেলার আইন-শৃংখলা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তার দিকনির্দেশনায় সন্ত্রাস দমন এবং মানবিক কাজ করতে গিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনেরও ধারাবাহিকতা ধরে রেখেছেন কুমিল্লার পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম রেঞ্জ অফিসে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার) পিপিএম পুরষ্কার প্রাপ্তদের মাঝে ত্রেুষ্ট তুলেদেন।
এসময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও রেঞ্জের আওতাধীন ১১ জেলার পুলিশ সুপার গন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এর পুরুস্কার গ্রহন করেন কুমিল্লা জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তানভীর সালেহীন ইমন-পিপিএম।
এছাড়া রেঞ্জের শ্রেষ্ঠ দ্বিতীয় মাদক উদ্ধারকারী কর্মকর্তার পুরস্কার গ্রহন করেন জেলা ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম, শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার গ্রহন করেন চান্দিনা থানার মোঃ ইসমাইল হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (দ্বিতীয়) এসআই এর পুরস্কার গ্রহণ করেন চৌদ্দগ্রাম থানার সুমন দাস, শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার গ্রহণ করেন লাকসাম থানার মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার এর পুরস্কার গ্রহণ করেন লাকসাম থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ডিবি ইউনিট এর পুরস্কার গ্রহণ করেন কুমিল্লা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল আজিম, বিশেষ পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালি মডেল থানার ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহীন কাদির ,শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এর পুরস্কার গ্রহণ করেন চান্দিনা থানার এসআই ডালিম কুমার মজুমদার, শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল ফয়সাল।
উল্লেখ, চলতি বছরের জানুয়ারী মাসেও চট্রগ্রাম রেঞ্জে কুমিল্লা জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব বজায় ছিল।
পুরস্কারপ্রাপ্ত অফিসাররা জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা জেলার সফলতার ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও নিরলস পরিশ্রম করে যাবেন তারা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা