চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে সাত দিনে ৫৬ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার এখানে ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের কারোর শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর তার ফলাফল ঢাকায় আইইডিসিআরে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া জানান, চট্টগ্রামে বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা কমে ৮৭২ জনে নেমেছে।
এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে একজন রোগী ভর্তি আছেন।
আরোও পড়তে পারেন : ‘মার্চ ফর গাজা’য় অংশ নিয়েছেন রাজনৈতিক দলের যেসব নেতারা