অনলাইন ডেস্ক
চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় অভিযান পরিচালনা শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নগরীর কোতয়ালি এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় দায়ে ৫০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীর কোতয়ালি মোড় এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মোট চার হাজার টাকা জরিমানা করে।
তিনি বলেন, “করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও রাস্তায়, বিপণি বিতানসহ গুরুত্বপূর্ণ এলাকায় অধিকাংশ মানুষ তা মানছেন না। আর তাই অভিযান চালিয়ে মাস্ক ছাড়া চলাফেরা করা ৫০জনকে অর্থদণ্ড করা হয়েছে।”
জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরোও পড়তে পারেন : আজকের আবহাওয়ার খবর