চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার লোকালয়ে বন্য হাতির আক্রমণে তিনজন গ্রামবাসী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন কৃষক এবং একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
বোয়ালখালী উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় বন্য হাতির একটি পাল শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পা দিয়ে মাড়িয়ে তিন গ্রামবাসীকে হত্যা করেছে। নিহতরা হলেন – কৃষক আবু তাহের মিস্ত্রি (৬০), চরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫) ও কৃষক আবদুল মাবুদ (৬০)।
চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকি বলেন, হাতির পালটিতে নয়টি হাতি ছিল। তারা তিনভাগে বিভক্ত হয়ে তান্ডব চালাচ্ছে। বন্য হাতির পালটিকে নিরাপদে পাহাড়ে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
কধুরখীল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে কধুরখীল তৈয়্যবিয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের পূর্বপাশে শরীফ পাড়া এলাকায় ধানক্ষেতে কাজ করছিল স্থানীয় আবদুল লতিফ মিস্ত্রির ছেলে আবু তাহের মিস্ত্রি (৬০)। এসময় ৪/৫টি বন্য হাতি তাকে আক্রমণ করে। ১টি হাতি পা দিয়ে মাড়িয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
আরও পড়ুন : যুক্তরাজ্যের নেভীতে সুযোগ পেল বাংলাদেশের মেহেদী
চরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইনের মৃত্যু প্রসঙ্গে কন্যা ফাহমিনা আফরোজ তারিন জানান, সকালে চাঁন্দারহাট জামে মসজিদের পাশে হাতির পাল তাঁর বাবাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে হাতিগুলোর একটি পাল পাহাড়ের দিকে যাওয়ার পথে উপজেলার শ্রীপুর চরণদ্বীপ ইউনিয়নের আমির পাড়ার আবদুল মাবুদ (৬০) নামে এক কৃষককে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তার ১ ছেলে ৩ মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. হাছান চৌধুরী জানান, গতকাল ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে ৯ টি বন্যহাতির একটি পাল । শনিবার দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল দারোগার বাড়ি এলাকায় অবস্থান নিলেও রবিবার ভোর থেকে দুইভাগে বিভক্ত হয়ে তান্ডব চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতিদের তান্ডব চলছে।
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা