ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প, পটিয়াআয়োজক কমিটি-এর উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রামের পটিয়ায় জনসচেতনতা বৃদ্ধি কল্পে বর্ণাঢ্য র্যালি পরবর্তী এ এস রাহাত আলী হাই স্কুল প্রাঙ্গণে ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আ ম ম নাসরুল্লাহ খান, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনূর রশিদ ও ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও ‘হৃদরোগ, বর্তমান প্রেক্ষিত ও দেশে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ কায়সার নসরুল্লাহ খান।
ক্যাম্পে রোগী দেখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কায়সার নসরুল্লাহ খান, ডাঃ মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী, ডাঃ নরেশ চন্দ্র রায়, ডাঃ মোঃ নূর উদ্দিন তারেক, ডাঃ মুহাম্মদ খোরশেদ আলম, ডাঃ শ্রী পতি ভট্টাচার্য (অপু), ও ডাঃ তানভির আহমেদ। নেফ্রোলজী বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ নুরুলহুদা, লিভার রোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক কুমার রাহা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, ডায়াবটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আবুবকর, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আবদুল্লাহ শাহরিয়ার টুটুল। সার্জারি ও ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মো: মনোয়ার-উল-হক (শামীম), কার্ডিওভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আহসান উদ্দিন মাহমুদ (মুন্না), সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ খুরশীদুল আলম। অনকোলজিস্ট ডাঃ সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আনিসুর রহমান আজাদ। প্রসূতী, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডাঃ মাফরুহা খানম পরাগসহ বিভিন্ন বিভাগের ৩৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ক্যাম্পে তাঁরা ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে আগত হৃদরোগীদের ইসিজি, ইকো-কার্ডিওগ্রাফি ও হার্টের অন্যান্য পরীক্ষা, ডায়াবেটিস চেক-আপ, সিবিসিসহ আনুসঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রাম-এর পক্ষ থেকে বিনামূল্যে করা হয়েছে। বেক্সিমকো, ইনসেপটা, এরিস্টোফার্মা হেলথকেয়ার, ড্রাগ ইন্টারন্যাশনাল, জেনারেল ও স্কয়ার ফার্মাসিউটিক্যালের সৌজন্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও দেয়া হয়েছে। উক্ত ক্যাম্প বাস্তবায়নেটি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম, ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ-চট্টগ্রাম, পটিয়া জেনারেল হসপিটাল, শেভরনক্লিনিক্যাল ল্যাব, পটিয়া নিউরন ডায়াগনস্টিক সেন্টার-এরপক্ষ থেকে সহযোগিতা প্রদান করাহয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা