অনলাইন ডেস্ক
১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিতভাবে চট্টগ্রাম অধিনায়ক মেহেদী মিরাজের বলে তোপের মুখে পড়ে সাকিবের দল। সবাই শুরু করেছেন ভালোই, কিন্তু ইনিংসকে টেনে নিতে পারেননি কেউ। ওপেনার সৈকত আলী করেছেন ৩৯ রান। ২ চারের সাহায্যে ১৬ বলে ১৩ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন সাকিব। এছাড়া ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয় প্রত্যেকে আউট হয়েছেন ১৬ রান করে।
১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯২ রানে পৌঁছে গিয়েছিল বরিশাল। সে সময় নিজের শেষ ওভারে বল করতে আসেন মিরাজ। পরপর দুই বলে সৈকত আলী ও ইরফান শুক্কুরকে প্যাভিলিয়নে পাঠান মিরাজ। দলকে একই রানে রেখে রান আউট হন সালমান হোসেন। এরপর ডোয়াইন ব্রাভো ও জিয়াউর রহমানের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙত ফেলে বরিশাল। দারুণ বোলিং করে ম্যাচ সেরা হওয়া মিরাজ নেন ১৬ রানে ৪ উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বেন হাউয়েলের হার্ড হিটিংয়ে ইনিংসের শেষ দিকে এসে ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ ওভার শেষে ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম বেন হাউয়েলের দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে করেছে ১২৫ রান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা