অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচন সংস্কার কমিশন।
অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট না হওয়ায় বিগত সময়ের মত নির্বাচন কমিশন অযাচিত কোন চাপের মুখে পড়বে না বলেও জানান তিনি।
আরোও পড়তে পারেন : ১২ দিনে ইসির ১২২ কর্মকর্তা বদলি