৪ লক্ষ ৮৫ হাজারের মধ্যে সম্ভাব্য ঘুর্ণিঝড় বুলবুল আক্রান্ত জেলাগুলোর ৩০টি উপজেলায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। এসময় এই সাইলো কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, ২০১৮ সালের ৬ মে পারিবারিক সাইলো বিতরণের শুভ উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় ১৯টি জেলার ৬৩টি উপজেলায় ৫ লক্ষ পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে শুক্রবার (০৮ নভেম্বর) পর্যন্ত ৪ লক্ষ ৮৫ হাজার পারিবারিক সাইলো বিতরণ সম্পন্ন হয়েছে। পারিবারিক সাইলো বিতরণের সময় এর ব্যবহারবিধি ও উপকারিতা সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণসহ একটি লিফলেট সরবরাহ করা হয়।
এ সমস্ত উপকারভোগীদের ব্যক্তিগত মোবইল নম্বরসহ ডাটাবেইজ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অফিসে সংরক্ষিত আছে। গত ০৮ নভেম্বর তারিখ হতেউপকারভোগীদের মোবাইলে আসন্ন ঘুর্ণিঝড় বুলবুল এর আক্রান্তের সময় খাদ্যশস্য বা বীজ নিরাপদ সংরক্ষণের নিমিত্ত পারিবারিক সাইলোসমূহ ব্যবহারের জন্য বাংলায় এস.এম.এসএর মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
তাছাড়াও সংশ্লিষ্ট এলাকাসমূহে মাইকিং এর মাধ্যমেও এসংক্রান্ত প্রচার কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা