অনলাইন ডেস্ক
মিলান শুরুতে পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের ক্রস রুখতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন চেলসির সাবেক ডিফেন্ডার ফিকায়ো টোমোরি।
এর একটু পর ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় লিভারপুল। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন মোহামেদ সালাহ। ১৪তম মিনিটে পেনাল্টি মিস করেন মিসরীয় ফরোয়ার্ড। সালাহর স্পট-কিক রুখে দেন গোলরক্ষক মাইক মাইগনান। মিলানের মিডফিল্ডার ইসমায়েল বেনেসারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি।
তবে ইউর্গেন ক্লপের শিষ্যদের স্বস্তি নিয়ে বিরতিতে যেতে দেয়নি স্তেফানো পিওলির দল। আক্রমণভাগে দলের অন্যতম তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ চোটের কারণে না থাকলেও দুই মিনিটের দুই ঝড়ে এগিয়ে যায় মিলান।
রাফায়েল লিওর পাসে ৪২তম মিনিটে আন্তে রেবিচ সমতায় ফেরায় ইতালিয়ান জায়ান্টদের। এর দুই মিনিট পর অ্যানফিল্ডকে নিশ্চুপ করে দেন ব্রাহিম দিয়াজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের জালে আবার বল পাঠায় মিলান, তবে এবার অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরক্ষণেই সমতা ফেরান সালাহ। দিভোগ ওরিগির লব থেকে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন এই তারকা ফরোয়ার্ড। ৬৯তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি মিলানের ডিফেন্ডার। বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক হেন্ডারসন। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ।
গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও পোর্তো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা