কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপী বলের দিবা-রাত্রির টেস্টে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্ভোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে ইডেন গার্ডেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে বেল বাজিয়ে টেস্ট ম্যাচ উদ্বোধন করেন শেখ হাসিনা।
ঐতিহাসিক এই ম্যাচে মাঠে হাজির ছিলেন- সর্বকালের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, বাংলাদেশের অর্থমন্ত্রী, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ অনেকে। তাছাড়া বাংলাদেশের অভিষেক টেস্ট এর ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
গোলাপি বলে প্রথমবারের মতো ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় দিবারাত্রির টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ও ভারত।
প্রধানমন্ত্রী ম্যাচের প্রথম সেশনের খেলা দেখার পর হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় আবার স্টেডিয়ামে ফিরবেন। এ সময় ইডেনে সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
রাত ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি রাত সাড়ে ১১টায় ঢাকায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal ring the bell at the iconic Eden Gardens.#PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/a0e3Oh8Ygd — BCCI (@BCCI) November 22, 2019
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal ring the bell at the iconic Eden Gardens.#PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/a0e3Oh8Ygd
— BCCI (@BCCI) November 22, 2019
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা