অনলাইন ডেস্ক
স্টাইলিশ ব্যাটার সৌম্য সরকারের ৮৬ আর স্টিভেন টেইলরের ৬৮ রানের ইনিংসে ভর করে ১৬৮ রান তোলে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাবটি। অন্যদিকে, রান তাড়া করতে নেমে ভিক্টোরিয়ান্স ১২২ রানেই গুটিয়ে যায়।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান। অধিনায়কের নেয়া সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা দ্রুত প্রামাণ করা শুরু করেন রংপুরের দুই ওপেনার স্টিভেন টেইলর আর সৌম্য সরকার। প্রতিপক্ষ ভিক্টোরিয়ান বোলরদের ওপর চড়াও হন শুরু থেকেই।
রংপুরের খেলার ভিত গড়ে দেন এই দুজনই। দুজনে মিলে ৮৪ বলে ১২৪ রানের জুটি। যে জুটিতে ভর করে বড় স্কোর দাঁড় করায় দলটি। ৪৯ বলে ৬৮ রান করে টেইলর আউট হলেও খেলার শেষ পর্যন্ত ছিলো সৌম্য সরকার।
জবাবে খেলতে নেমে ভিক্টোরিয়ার ওপেনার জো ক্লার্কের ৪০ ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পার করতে পারেনি। শেষ পর্যন্ত ১৮ ওভার এক বলে ১২২ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা