অনলাইন ডেস্ক
সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয় প্রায় ২০ শতাংশ। এতে বিদ্যুত উন্নয়ন বোর্ড-পিডিবির’র প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫টা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬টাকা ২০ পয়সা করা হয়। ডিসেম্বর থেকেই বিতরণ কোম্পানিগুলোকে বাড়তি এই দাম পরিশোধ করতে হবে।
পাইকারি দাম বৃদ্ধির পর এখন গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর তোরজোড় শুরু করেছে দেশের ৬টি বিতরণ কোম্পানি। এরিমধ্যে কয়েকটি কোম্পানি আবেদন করেছে বলে জানিয়েছে পিডিবি।
বিতরণ কোম্পানির কর্মকর্তারা জানান গ্রাহক পর্যায়ে কতটুকু দাম বাড়ালে বিতরণ কোম্পানির লোকসান হবে না, তা সমীক্ষা করে আবেদন করা হবে।
পাইকারি পর্যায়ের বাড়তি দাম গ্রাহকদের কাছ থেকে আদায় করা হবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি খাতের অদক্ষতা ও বড় প্রকল্পে বিদ্যুত উৎপাদনের খরচ বেশি হওয়ায় গ্রাহকদের ওপর চাপ আরো বাড়বে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বিইআরসি সিদ্ধান্ত নেবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা