গৌরীপুর ও তারাকান্দায় ৯৭০ কেজি চাল জব্দ, গৌরীপুরে গ্রেফতার ৩
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থল ১৭০ কেজি চাল জব্দ করে। আর পাশের উপজেলা তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির ৮শ’ কেজি চাল দোকান থেকে উদ্ধারের পর জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ১৭০ কেজি চাল জব্দ করা হয়। আর আজ দুপুরে পাশের উপজেলা তারাকান্দার গালাগাঁও ইউনিয়নের কাচারী বাজারের ডিলারের সহযোগী এমদাদুল হকের দোকান থেকে ৮শ’ কেজি চাল জব্দ করা হয়।
স্থানীয় জানা গেছে, বৃহস্পতিবার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বাসিন্দা রিয়াজ মিয়া (২০) ও মহেষ রাজবর (৪৫) নামের দুই ব্যক্তি কালীবাড়ি বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন ঘটনাস্থলে এসে দুজনকে গ্রেফতার করেন। পরে চালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ওই দু’জন জানান বোকাইনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মাহবুবুর রহমান শাহিন (৪৫) ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য স্বপন মিয়ার কাছ থেকে চালগুলো আনা হয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে কালীবাড়ি থেকে ডিলার শাহীনকে গ্রেফতার করে।
ডিলার মাহবুবুর রহমান শাহীন বলেন, ইউপি সদস্য স্বপন মিয়া কালীবাড়ি গ্রামের মহেষকে ১৮টি কার্ড দিয়ে পাঠায়। সেই কার্ডের চাল ক্রয় করেছে রিয়াজ।
এদিকে কালোবাজারে চাল বিক্রির ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বাদী হয়ে রিয়াজ মিয়া, মহেষ রাজাবর ও মাহবুর রহমান শাহীন ও স্বপন মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ ব্যাপারে মামলা দায়েরের সত্যতা নিশ্চত করে বলেন, ‘মামলার ৪ আসামির মধ্যে স্বপন মিয়া ছাড়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর জানান, ঘটনাস্থল থেকে ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অপরদিকে তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজি মুল্যের ৮শ’ কেজি চাল বৃহস্পতিবার দুপুরে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের কাচারী বাজারের ডিলারের সহযোগী এমদাদুল হকের দোকান থেকে উদ্ধারের পর জব্দ করেছে পুলিশ।
গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ‘মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে খাদ্য বান্ধন কর্মসূচির চালগুলো ডিলার তার সহযোগী এমদাদুল হকের দোকানে রেখে দেয়। পরে বিষয়টা স্থানীয়রা বুঝতে পেয়ে প্রশাসনকে অবহিত করে। এ ঘটনায় ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদ করা চাল গুলো জব্দ করা হয়। ‘চালগুলো ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার, উপজেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে নেয় এমদাদুল হক। এ অনিয়মের সাথে ডিলারের কোন যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ‘করোনা পরিস্থিতিতে যারা খাদ্য বান্ধন কর্মসূচির চাল আত্মসাত করছে, তাদের ছাড় নয়। মামলা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বরেও জানান তিনি।’
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা