গৌরীপুরে ছুরিকাঘাতে চিকিৎসাধীন স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল নিয়ে বিরোধে প্রতিবেশি চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত অবস্থায় চিকিৎসাধীন স্কুলছাত্র মোস্তাকিম বিল্লাহ(১৭)’র মৃত্যু হয়েছে।
নিহত মোস্তাকিম বিল্লাহ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমদাদুল হক শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ‘ছুরি’টি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বেশ কিছু দিন ধরে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে মোস্তাকিম বিল্লাহ’র সঙ্গে বিরোধ চলছিল প্রতিবেশি চাচাতো ভাই মোশারফ হোসেনের। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মোস্তাকিম বিল্লাহ’র। এসময় মোশারফ তার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে বুকে-পেটে আঘাত করে রক্তাক্ত করে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিবারে লোকজন রাতেই আহত মোস্তাকিম বিল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা