অনলাইন ডেস্ক
রোববার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঘোষেরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কমপক্ষে তিনটি বাড়ি ও চারটি দোকান-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গোপালগঞ্জ জেলা সদরের বড় বাজার এলাকার টেম্পুস্ট্যান্ডের দখল নিয়ে ঘোষেরচর উত্তর পাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে সে বিরোধ তুঙ্গে ওঠে। এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন বলেন, সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা