অনলাইন ডেস্ক
গ্রস আইসলেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তে ম্যাথু ওয়েড এবং অজি অধিনায়ক মিলে দারুণ সূচনা করেন। কিন্তু পঞ্চম ওভারে। ১৬ বলে ২৩ রান করে ওয়েড ফেরেন ওবেড ম্যাককয়ের বলে। তিনে নামা মিচেল মার্শ এদিন উইকেটে বেশীক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ৭৮ রানে সাজঘরে ফেরার আগে করেন ১২ বলে ৯ রান। একপ্রান্তে টিকে থাকা ফিঞ্চও এরপর বিদায় নেন। ৭৯ এবং ৮০ রানে অ্যালেক্স ক্যারি ও ফিঞ্চের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রলিয়া।
১২ ওভারে ক্রিজে আসেন ময়সেস হেনরিক্স এবং অ্যাস্টন টার্নার। এই দুজনের ব্যাটে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকে সফরকারীরা। কিন্তু অতোটা হাতখুলে খেলতে পারেনি এই জুটি। শেষ ওভারে সাজঘরে ফিরেছেন দুজনই। ময়সেস ২৯ বলে ৩৩ এবং টার্নার করেন ২২ বলে ২৪ রান। শেষ পর্যন্ত অস্ট্রলিয়া পায় ৬ উইকেটে ১৪১ রানের পুঁজি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন হেইডেন ওয়ালশ।
অজিদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার আন্দ্রে ফ্লেচার (৪)। ষষ্ঠ ওভারের শুরুতে লেন্ডল সিমন্সকে ফেরান (১৫) রিলে ম্যারেদিথ।
তবে নিকোলাস পুরানকে নিয়ে ক্রিস গেইল জুটি গড়েন ৬৭ রানের। ম্যারেদিথের বলে ক্যাচ দেয়ার আগে গেইল খেলেন ৪টি চার ও ৭টি ছয়ে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস। গেইলের ফেরার পর ব্রাভো ৭ রান করে ফিরলেও নিকোলাস পুরানের ৩২ (২৭) রানের ইনিংসে ভর করে ৫ ওভার ১ বল আগে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে উইন্ডিজরা।
অজিদের পক্ষে ৩ উইকেট নেন ম্যারেদিথ, ১ উইকেট নেন স্টার্ক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা