গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে।
বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে জাসদ ঘোষিত গণমিছিল কর্মসূচিতে একথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, অসৎ রাজনীতিকদের বিরুদ্ধে ত্রিমূখী অভিযান পরিচালনা করতে হবে। দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, অসৎ রাজনীতিকদের অপরাধী সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করতে হবে।
তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে, নেতা-নেত্রীর নাম ভাঙ্গিয়ে আর কেউ যেন দুর্নীতি-লুটপাট করার সাহস না পায়।
তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনার শুদ্ধি অভিযান নিয়ে কথা বলার আগে খালেদা জিয়া-তারেককে পরিত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়া-তারেককে মাথায় তাজ বানিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ভূতের মূখে রাম নাম ছাড়া আর কিছুই নয়।
ইনু বলেন, শেখ হাসিনার সৌন্দর্য্য হচ্ছে: ভুল হলে, ভুল দেখিয়ে দিলে তিনি তা দ্রুত সংশোধনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। আর বিএনপি দুর্নীতিবাজ-লুটেরাদের মাথায় তাজ বানিয়ে রাখে।
শিরীন আখতার এমপি তার বক্তব্যে বলেন, দুর্নীতিবাজ লুটেরাদের অবৈধভাবে অর্জিত সকল অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিশ^বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং হল-হোস্টেল থেকে ঠ্যাঙাড়ে বাহিনী বিতাড়ন ও টর্চার সেল ধ্বংস করতে হবে। গেস্টরুম ও গণরুমের নির্যাতন বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নে, অর্থ বরাদ্দে, ব্যয়ে যেন দুর্নীতি-অপচয়ের কোনো ফাঁক-ফোকর-সুযোগ না থাকে তার জন্য সতর্ক থাকতে হবে। সরকারি টেন্ডারে অংশগ্রহণসহ ব্যবসায়-বাণিজ্যকে প্রতিযোগিতামূলক করার ক্ষেত্রে সকল বাধা দূর করতে হবে।
দুর্নীতি প্রতিরোধে বুধবার সকাল ও বিকালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জাসদ গণমিছিল করে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা