অনলাইন ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের একটি আবর্জনা গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার জেরে বিক্ষোভ করেছে স্থানীয় তৈরি পোষাক কারখানার শ্রমিকেরা। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টার জন্য অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
নিহত নারী স্থানীয় একটি তৈরি পোষাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানান, আজ শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন এক নারী পোশাক শ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি আবর্জনা গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত শ্রমিক-জনতা শ্রমিক নিহত হবার সঙ্গে সম্পৃক্ত সিটি কর্পোরেশনের গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মর্তা শাহ আলম জানান, নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।