চ্যানেল আইয়ের প্রতিদিনের জনপ্রিয় একটি অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। অনুষ্ঠানের শনিবার (২৩ নভেম্বর) পর্বে অংশ নিবেন ইকবাল বাহার চৌধুরী এবং জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা।
অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানান যে, ফেরদৌস আরা এবং সুরসপ্তকের আরো দুজন শিল্পীকে নিয়ে ২৪ নভেম্বর প্রচারিতব্য পর্বেও তিনি অংশ নিবেন। প্রায় দেড় ঘন্ঠাব্যাপি প্রচারিতব্য অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে।
অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানান যে, ফেরদৌস আরা এবং সুরসপ্তকের আরো দুজন শিল্পীকে নিয়ে ২৪ নভেম্বর প্রচারিতব্য পর্বেও তিনি অংশ নিবেন। প্রায় দেড় ঘন্ঠাব্যাপি প্রচারিতব্য অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে।