অনলাইন ডেস্ক
তবে, হাফেজ মনিরুল ইসলাম নামে এক ফেসবুক আইডি থেকে চেয়ারম্যানের সতর্কবার্তাগুলো নির্দেশরূপে প্রচার করা হচ্ছে। যদিও চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ দাবি করেছেন, তিনি ওই আইডি ব্যবহারকারীকে চেনেন না।
তিনি বলেন, ওই ব্যক্তি তার সতর্কবার্তাকে ভিন্নরূপে (নির্দেশ) প্রচার করছেন। এই ফেসবুক আইডির এডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
এদিকে, চেয়ারম্যানের এমন সতর্কবার্তায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
খালেদ সাইফুল্লাহ বলেন, ‘রাতে উচ্চ শব্দে গানবাজনা হলে মানুষ ঘুমাতে পারে না। এজন্য রাতে গানবাজনা না করার জন্য সতর্ক করা হয়েছে। জনগণ অভিযোগ করলে জরিমানা করা হবে। এছাড়া আমার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে এটি ফেসবুকে চালাচ্ছে, তা আমি জানি না। আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।’
তিনি আরও বলেন, ‘একজন আলেম হিসেবে আমি মা-বোন ও স্কুল-কলেজ-মাদরাসা ছাত্রীদের পর্দার জন্য বোরকা পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছি। স্কুলে মোবাইল নিয়ে গেলে পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। এতে স্কুলে যেন শিক্ষার্থীরা মোবাইল নিতে না পারে সেজন্য অভিভাবকদের সতর্ক করার জন্য ওয়াজ-মাহফিলে আমি কথা বলেছি। আমার কথাগুলো কোনো আইন নয়, সতর্কবার্তা ও পরামর্শ। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমি বলেছি এক রকম, লোকজন প্রচার করছেন অন্য রকম।’
এ ব্যাপারে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ুন কবির বলেন, ‘একজন চেয়ারম্যান এ ধরনের আদেশ জারি করতে পারেন না। যদি কোনো অশ্লীলতা ঘটে, তাহলে এতে বাধা দেওয়া যেতে পারে।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তদন্ত চলছে। চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, একটি আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা